আটককৃতরা হলেন খালিয়াজুরী সদরের কুঁড়ি হাটি এলাকার মৃত হাবিব মিয়ার ছেলে মো. মিজান মিয়া(৩০), ও লক্ষ্মীপুর গ্রামের বকুল মিয়ার ছেলে নাজমুল (২৮)।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুরী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী গত (শনিবার, ৮ মার্চ) সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে খালিয়াজুরী সদরে অটোরিকশায় আসার পথে অটোরিকশায় থাকা দুই বখাটে শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে একাধিকবার স্পর্শ করে। পরে ওই শিক্ষার্থী কোনো উপায় না পেয়ে চলতি অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরিবার সূত্রে জানা যায় এখনও ওই শিক্ষার্থী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থীর বাবা গতকাল (মঙ্গলবার, ১১ মার্চ) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে পুলিশ।
এ বিষয়ে ওসি মো. মকবুল হোসেন বলেন, 'অভিযোগের প্রেক্ষিতে দুইজনকে আটক করা হয়েছে। তাদেরকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ১০ ধারায় মামলা প্রক্রিয়াধীন।'