এদিন চিকিৎসক ঈশিতা আদালতে উপস্থিত ছিলেন।
তার উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে খালাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ঈশিতা। এসময় তিনি বলেন, 'যতই মিথ্যা মামলা দেওয়া হোক, সত্য একদিন উন্মোচন হবেই। এটাই প্রমাণিত হয়েছে।'
মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ আগস্ট মিরপুর থেকে ডা. ঈশিতাকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে পরদিন ২ আগস্ট ভুয়া পরিচয় দেওয়া, মাদক ব্যবসা, সার্টিফিকেট জালিয়াতিসহ নানা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক ও প্রতারণা আইনে রাজধানীর শাহআলী থানায় তিনটি মামলা করা হয়। গ্রেপ্তারের ১৪ মাস পর ২০২২ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান ঈশিতা।
এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ডা. ইশরাতকে এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনাল।
ওই রায়ের বিরুদ্ধে ২০২৩ সালের ২২ নভেম্বর আপিল করা হয় হাইকোর্টে।
ওই আপিলের শুনানি নিয়ে গত বছরের ২৯ মে হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ তাকে খালাস দিয়ে এ রায় ঘোষণা করেন। ডা. ঈশিতার বিরুদ্ধে আরো একটি মামলা এখনো চলমান।