৫ আগস্ট গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় কনস্টেবল সুজনসহ তিন জনকে ট্রাইব্যুনালে হাজির

অপরাধ ও আদালত
0

রাজধানীর চানখারপুলে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও কয়েকজনকে হত্যার ঘটনায় কনস্টেবল সুজনসহ তিন জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ (রোববার, ২৩ ফেব্রুয়ারি) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ সময় পুলিশের সাবেক কর্মকর্তা আরশাদ হোসেন ও ইমাজ হোসেন ইমনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে গুলি ও হত্যার অভিযোগ রয়েছে।

এর আগে এপিবিএন সদস্য সুজনকে তার সাথে থাকা অন্যান্যদের শনাক্তে জিজ্ঞাসবাদ করা হয়। গত ১২ জানুয়ারি এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।

সে অনুযায়ী আজ মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের কথা রয়েছে।

এসএস