আজ (বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি) ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরিতে কমিশনের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি বলেন, 'শেখ হাসিনা থেকে শুরু করে জেনারেল মঈন ইউ আহমেদসহ যারা বিদেশে চলে গেছেন বা পালিয়ে আছেন তাদের কাছ থেকে তথ্য পাওয়া সব থেকে বড় চ্যালেঞ্জ।'
তিনি জানান, ইতোমধ্যে তদন্তের স্বার্থে কিছু বিদেশি দূতাবাসের সাথে যোগাযোগ করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিও দেয়া হয়েছে। কমিশনকে তথ্য দিয়ে সাহায্যের জন্য যে গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে তাতে সাড়া পড়েছে বলেও জানান তিনি।
আ ল ম ফজলুর রহমান বলেন, 'বিডিআর হত্যাকাণ্ডের পর ২টি তদন্ত কমিটি প্রতিবেদনও পর্যালোচনা করা হচ্ছে।'