আদালতের রায় বাস্তবায়নে জেলা প্রশাসকদের আহ্বান প্রধান বিচারপতির

অপরাধ ও আদালত
0

আদালতের আদেশ, নির্দেশ, রায় বাস্তবায়ন করে জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে জেলা প্রশাসকদের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে জেলা প্রশাসক সম্মেলনে এসব কথা বলেন প্রধান বিচারপতি। এসময় তিনি বলেন, 'ন্যায়বিচার প্রতিষ্ঠায় ২৪ এর গণআন্দোলনের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। বিচার বিভাগের কর্মকর্তা ও ডিসিদের পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে কাজ করতে হবে।'

জজ আর ডিসিরা কেউ কারো থেকে বিচ্ছিন্ন নয় বলেও তুলে ধরেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, 'স্বাধীন বিচার বিভাগে মানে নির্বাহী বিভাগের সঙ্গে দ্বন্দ্ব নয়। পারস্পরিক সহযোগিতায় দেশ এগিয়ে যাবে।'

অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা বক্তব্য রাখেন।

ইএ