গাজীপুর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনু গ্রেপ্তার

অপরাধ ও আদালত
0

গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

গতকাল (রোববার, ৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 'অপারেশন ডেভিল হান্ট'-এর অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।

এর আগে প্রথম দিন গাজীপুরে 'অপারেশন ডেভিল হান্ট'-এ ৮২ জনের বেশি জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলাকারী আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মী রয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

এসএস