আজ (রোববার, ১৯ জানুয়ারি) পুলিশ প্লাজায় সংবাদ সম্মেলনে নৌ পুলিশ জানায়, গত ১০ জানুয়ারি ওটি বিন জামান নামের একটি ওয়েল ট্যাঙ্কার সামিট গ্রুপের গাজীপুর কড্ডা পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিক টন ফার্নেস ওয়েল নিয়ে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনগঞ্জ সামিট গ্রুপের ঘাট থেকে রওনা হয়।
যার আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকার বেশি। জাহাজটি মুন্সীগঞ্জ সদর থানাধীন চর মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন শীতলক্ষা নদীর মোহনায় পৌঁছালে একটি ডাকাত দল জাহাজের কর্মীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে জাহাজটিকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং প্রায় ৩৫০ টন তেল অন্য আরেকটি জাহাজে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় শনিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত অভিযান চালিয়ে চুরির সরঞ্জামসহ মোট ৮ ডাকাত ও ডাকাতি হওয়া তেল উদ্ধার করে নৌ পুলিশ।