অপরাধ ও আদালত
0

পিলখানা হত্যাকাণ্ডের বিষ্ফোরক মামলায় ৪০০ আসামির জামিন শুনানি শুরু

পিলখানা হত্যার ঘটনায় বিষ্ফোরক আইনে করা মামলায় প্রায় ৪০০ আসামির জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে।

আদালতে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। বিশেষ ট্রাইব্যুনাল-২ এর চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানান, জামিন ও সাক্ষ্যগ্রহণের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

আজ (রোববার, ১৯ জানুয়ারি) সকালেই কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আসামিদের আনা হয়। আদালতে কাজ শুরু হচ্ছে; খবর পেয়ে এদিন ভোর থেকে বিডিআর জওয়ানদের জামিনের দাবিতে কারাগারের সামনে অবস্থান নেন স্বজনরা।

বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৬ বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করছেন এসব আসামিরা।

হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকায় বন্দি আছেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে বিচারপ্রার্থীরা কারামুক্ত হবেন এমন প্রত্যাশা জানিয়েছেন স্বজনরা।

এই মামলায় মোট আসামি ৮৬৪ জন, এর মধ্যে মৃত ৫৬ জন এবং পলাতক রয়েছেন ২১ জন।

ইএ