আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) ১৭ বছর আগের এই মামলার আপিলের শেষ দিনের শুনানি হয়। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চে সকাল ১০টার কিছু আগে শুরু হয় এ শুনানি।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আরেক আসামী সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হকের আইনজীবী মূলত এ শুনানিতে অংশ নেন।
উপস্থিত ছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা, রাষ্ট্রপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষগুলোও। প্রায় ঘণ্টাব্যাপী শুনানি শেষে প্রধান বিচারপতি জানান, বুধবার রায় ঘোষণা হবে।
পরে এ নিয়ে ব্রিফ করেন বিএনপির আইনজীবীরা, তারা বলেন, মামলার আরেক আসামীর পক্ষে শুনানি হলেও এখানে এই মামলার নানা অসঙ্গতির ব্যাপারগুলোই উঠে এসেছে। মামলার প্রাথমিক তথ্য বিবরণীই ত্রুটিপূর্ণ ছিলো উল্লেখ করেন তারা।
বুধবারের রায়ে উচ্চ আদালতে বেগম খালেদা জিয়া ন্যায়বিচার পাবেন, আশা প্রকাশ করেন আইনজীবীরা।
১৭ বছর আগে ২০০৮ সালে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি বকশিবাজারের বিশেষ জজ আদালতের রায়ে ঐ মামলার তাকে ৫ বছরের সাজা দেয়া হয়। দুদকের আবেদনের প্রেক্ষিতে একই বছরের অক্টোবরে হাইকোর্ট ঐ সাজা বাড়িয়ে ১০ বছর করে।
গেল ১১ নভেম্বর, ঐ সাজা স্থগিত করে এই রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল মঞ্জুর করেন উচ্চ আদালত।