অপরাধ ও আদালত
0

বিডিআর বিস্ফোরক মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি

ঠিক হয়নি আদালতের স্থান

পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার পরবর্তী জামিন শুনানি আগামী ১৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) বিকেলে এ কথা জানিয়েছেন মামলা পরিচালনাকারী চিফ পাবলিক প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন।

তিনি বলেন, 'পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার পরবর্তী জামিন শুনানি আগামী ১৯ জানুয়ারি হবে। তবে আদালত কোথায় বসবে তা এখনো ঠিক হয়নি।'

বকশিবাজার আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে আজ এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এজলাস কক্ষ পুড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার শুনানিকাজ।

আজ ভোররাতে পুড়ে যাওয়া আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে বিচারকার্য পরিচালনা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সকাল সাড়ে ১০টার দিকে এই অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল।

দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন ও আসামিপক্ষের আইনজীবী পারভেজ হোসেন। তারা জানান, পরিদর্শন শেষে বিচারক আজকের মত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেছেন।

বিকেলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গে আলোচনার পর নতুন দিন ধার্যের সিদ্ধান্ত জানান বিচারক।

এসএস