অপরাধ ও আদালত
0

অবৈধভাবে সম্পদ অর্জন: সাবেক প্রতিমন্ত্রী বিপু ও তার পরিবারের বিরুদ্ধে তিন মামলা

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন ও ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক তিনটি মামলা করেছে দুদক।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত বহির্ভূত ৩৬ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ৯৮টি ব্যাংক হিসাবে মোট ৬ হাজার কোটি টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করে দুদক।

অন্যদিকে তার স্ত্রী সীমা হামিদ বিপুর ক্ষমতা কাজে লাগিয়ে প্রায় ৭ কোটি টাকার সম্পদ অর্জন ও ২০ ব্যাংক অ্যাকাউন্টে ২৩ কোটি টাকার লেনদেনের অভিযোগে মামলা করে সংস্থাটি।

এছাড়া তার ছেলে জারিফ হামিদ অবৈধভাবে ২০ কোটি টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন ও ২০ ব্যাংকে প্রায় ২৭ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

এএম