বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি

অপরাধ ও আদালত
0

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) তাকে এই হুমকি দেন অটল বাবু নামের এক ব্যক্তি। এই ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন থানজামা লুসাই।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, চেয়ারম্যানের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছেন অটল বাবু। চেয়ারম্যান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে খারাপ আচরণসহ প্রাণনাশের হুমকি দেন তিনি।

অধ্যাপক থানজামা লুসাই জানান, তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতের কথা বিবেচনা করে বুধবার সন্ধ্যায় সদর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, থানজামা লুসাই একটি সাধারণ ডায়েরি করেছেন।

প্রাণনাশের হুমকি সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি থানায় অন্তর্ভুক্ত হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।

এএম