ভারতে আর্থিক দুর্নীতি বিষয়ে তদন্তকারী সংস্থা-ইডি'র বিচারক প্রশান্ত মুখার্জি তাঁদের জামিন মঞ্জুর করেন।
আগামী ৯ জানুয়ারি আদালতে তাদের হাজির হওয়ার কথা রয়েছে।এর আগে ২০২২ সালে পশ্চিমবঙ্গের একটি হোটেল থেকে পি কে হালদারকে গ্রেপ্তার করে ইডি।
চলতি বছরের জানুয়ারি মাসে অর্থ পাচার আইনে পাঁচ সহযোগীসহ তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।
অন্যদিকে বাংলাদেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা দুদকের মামলায় গত বছরের অক্টোবরে পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।