বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তার আইনজীবী অব্যাহতি চেয়ে আবেদন করেন। এসময় আদালতে উপস্থিত হয়েছেন মামলার প্রধান দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে বাদী ও আসামিপক্ষের শুনানি শেষে তাদের খালাস দেন আদালত।
এ মামলার ১৬ আসামির মধ্যে বিভিন্ন সময় মারা গেছেন ৯ জন ও একজন পলাতক আছেন।
বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, ‘এই মামলায় বেগম খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা ছিল না। রাজনৈতিকভাবে ফায়দা নেয়ার জন্য মামলাটি দায়ের করা হয়েছিল।’
মামলা থেকে অব্যাহতি পেয়ে আলতাফ হোসেন চৌধুরী ও ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, আওয়ামী লীগ সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্যই তাদের হয়রানি করেছে। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য মিথ্যা মামলা, গুম-খুন করেছে।