গ্রেপ্তারকৃত আনোয়ার পারভেজ খোকন (৫০) কাপাসিয়া উপজেলার কুড়িয়াদী গ্রামের ইয়াসিন মাস্টারের ছেলে। তিনি আওয়ামী লীগের কাপাসিয়া উপজেলা কমিটির সদস্য ও সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ওসি কামাল হোসেন জানান, গত ১৭ সেপ্টেম্বর কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন বাদী হয়ে থানায় আনোয়ার পারভেজ খোকনসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এজাহারে গত ৪ আগস্ট ছাত্র-জনতাকে আক্রমণ করে মোটরসাইকেল ও স্থায়ী স্থাপনায় অগ্নিসংযোগ করে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় আনোয়ার পারভেজ খোকন ৪১ নম্বর ও প্রধান আসামি কাপাসিয়ার সাবেক সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।