অপরাধ ও আদালত
0

বিস্ফোরক মামলায় গাজীপুরের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর মামলায় গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বুধবার, ২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার সিংহশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

গ্রেপ্তারকৃত আনোয়ার পারভেজ খোকন (৫০) কাপাসিয়া উপজেলার কুড়িয়াদী গ্রামের ইয়াসিন মাস্টারের ছেলে। তিনি আওয়ামী লীগের কাপাসিয়া উপজেলা কমিটির সদস্য ও সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

ওসি কামাল হোসেন জানান, গত ১৭ সেপ্টেম্বর কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন বাদী হয়ে থানায় আনোয়ার পারভেজ খোকনসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহারে গত ৪ আগস্ট ছাত্র-জনতাকে আক্রমণ করে মোটরসাইকেল ও স্থায়ী স্থাপনায় অগ্নিসংযোগ করে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

এ মামলায় আনোয়ার পারভেজ খোকন ৪১ নম্বর ও প্রধান আসামি কাপাসিয়ার সাবেক সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

এসএস