অপরাধ ও আদালত
0

সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদিরের ৫ দিনের রিমান্ড

পল্টন থানার বিএনপির কর্মী মকবুলকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (শুক্রবার, ১ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাসান মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড দেন।

এর আগে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল (বৃহস্পতিবার) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, সাবেক এই মন্ত্রী একাধিক হত্যা মামলার আসামি।

২০১১ সালে উপ-নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরি।

ইএ