অপরাধ ও আদালত
0

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ-নাশকতাসহ ১১ মামলা বাতিল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ ও নাশকতাসহ ১১টি মামলার কার্যক্রম বাতিল করেছেন হাইকোর্ট।

খালেদা জিয়ার আইনজীবীদের মামলা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি শেষে আজ (বুধবার, ৩০ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

২০১৫ সালে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা দায়ের করা হয়। এসব মামলায় খালেদা জিয়া সব সময় জামিনে ছিলেন।

৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার ও বাতিল করা হচ্ছে।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর