অপরাধ ও আদালত
0

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক আইন ও গণপূর্ত মন্ত্রীসহ ২৪০ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এবং আট সাবেক সংসদ সদস্যসহ ২৪০ জনের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (শুক্রবার, ২৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের শেরপুর এলাকার বাসিন্দা আনিছুর রহমান বাদি হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

সাবেক দুই মন্ত্রী ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ এ. কে. একরামুজ্জামান, একই আসনের বি. এম. ফরহাদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. মঈন উদ্দিন, একই আসনের শাহজাহান আলম ও জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহ আলম, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য এ. বি. তাজুল ইসলাম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল আলম ও মো. বিল্লাল মিয়া, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. হেলাল উদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জেলা শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড মোড় থেকে শহরের উদ্দেশ্যে রওয়ানা করে ছাত্র-জনতার একটি মিছিল।

মামলার উল্লেখযোগ্য আসামিদের প্রত্যক্ষ প্ররোচনায় অন্যান্য আসামিসহ অজ্ঞাতনামারা মিছিলটি প্রতিহত করার চেষ্টা করে ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এসময় আসামিরা মামলার বাদীসহ সাক্ষীদের মোটরসাইকেল, আটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করে ১০ লাখ টাকার ক্ষতি করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ