সাবেক দুই মন্ত্রী ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ এ. কে. একরামুজ্জামান, একই আসনের বি. এম. ফরহাদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. মঈন উদ্দিন, একই আসনের শাহজাহান আলম ও জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহ আলম, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য এ. বি. তাজুল ইসলাম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল আলম ও মো. বিল্লাল মিয়া, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. হেলাল উদ্দিন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জেলা শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড মোড় থেকে শহরের উদ্দেশ্যে রওয়ানা করে ছাত্র-জনতার একটি মিছিল।
মামলার উল্লেখযোগ্য আসামিদের প্রত্যক্ষ প্ররোচনায় অন্যান্য আসামিসহ অজ্ঞাতনামারা মিছিলটি প্রতিহত করার চেষ্টা করে ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এসময় আসামিরা মামলার বাদীসহ সাক্ষীদের মোটরসাইকেল, আটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করে ১০ লাখ টাকার ক্ষতি করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।