অপরাধ ও আদালত
0

মধ্যরাতে গ্রেপ্তার ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (সোমবার) মধ্যরাতে তাকে গ্রেপ্তারের পর পল্লবী থানায় রাখা হয়। আজ তোলা হতে পারে আদালতে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ব্যারিস্টার সুমনকে। এর আগে রাত দেড়টার দিকে ফেসবুকে ভিডিও বার্তায় গত নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত সাবেক এই এমপি লেখেন, পুলিশের সঙ্গে যাচ্ছেন তিনি। আদালতে তার সঙ্গে দেখা হবে বলেও লেখেন তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেন, দেশেই ছিলেন তিনি। ৫ আগস্টের পর নিরাপত্তার কারণে লুকিয়ে ছিলেন বলেও জানান তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, ৫ আগস্টের পর অনেকে বিদেশে যাবার পরামর্শ দিলেও তিনি যাননি। কোনো দুর্নীতি-অনিয়মে জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি। তবে, অভিযোগ আছে, শিক্ষার্থীদের আন্দোলনের সময় এর বিরোধিতায় নানা বক্তব্য দিয়েছেন তিনি।

এএইচ