ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩

অপরাধ ও আদালত
0

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ (রোববার, ১৩ অক্টোবর) ভোররাতে উপজেলার মান্দারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সিদ্দিক মিয়া, মো. মোজাম্মেল ও মো. সিয়াম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আটকে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী। এর প্রেক্ষিতে রোববার ভোররাতে মান্দারপুর এলাকায় অভিযান চালিয়ে ৫টি চাপাতি ও ১২টি ছুরিসহ ওই তিনজনকে আটক করা হয়। তারা প্রত্যেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল হক কবির জানান, অভিযান শেষে সকালে আটককৃতদের উদ্ধারকৃত অস্ত্রসহ থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এএইচ