দেশে এখন
অপরাধ ও আদালত
0

গাড়ি পোড়ানোর মামলায় খালাস পেলেন ফখরুল, রিজভীসহ আট জন

পল্টন থানার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত।

আজ (বুধবার, ২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত।

খালাস পাওয়া অন্যরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন বাবু, কাজী রেজাউল হক বাবু ও খন্দকার এনামুল হক এনাম।

শুনানি শেষে বিএনপির আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বলেন, ২০১২ সালে ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার একটি মামলায় দীর্ঘ ১৪ বছর পর খালাস পেয়েছেন তারা। মামলার মোট আসামী ছিলো ৯ জন। এরমধ্যে ১ জন মারা যাওয়ায় বাকি ৮ জনকে খালাস দেওয়া হয়।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর