অপরাধ ও আদালত
0

শিক্ষার্থী হত্যা মামলায় রিমান্ডে টাঙ্গাইল পৌরসভা কাউন্সিলর

টাঙ্গাইল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্কুল শিক্ষার্থী মারুফ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর তানভীর হাসান নোমানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ (রোববার, ২২ সেপ্টেম্বর) বিকেলে সাত দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর থানা আমলী আদালতের বিচারক বাদল কুমার চন্দ এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার সকালে টাঙ্গাইল শহর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪। তিনি টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন। এ হত্যা মামলার ১৬ নাম্বার আসামি নোমান।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, ‘গ্রেপ্তারের পর কাউন্সিলর নোমানকে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। পরে নোমানকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে বিকেলে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট নিহত মারুফের মা মোর্শেদা বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ৫৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০ জন থেকে ২০০ জন আসামি করা হয়েছে।

এই সম্পর্কিত অন্যান্য খবর