অপরাধ ও আদালত
0

আদালতে তোলা হয়েছে সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে

৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে আদালতে তোলা হয়েছে। আজ (রোববার, ১৫ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে তোলা হয়। এসময় ৭ দিনের রিমান্ড চায় পুলিশ।

এর আগে গতকাল (শনিবার) দিবাগত রাতে তাকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারের পর ১২টার দিকে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। এরপর সেখান থেকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় আদাবর থানার একটি হত্যা মামলায় সাবেক এই জনপ্রশাসন মন্ত্রীকে গ্রেপ্তা‌র দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ফরহাদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে টানা তৃতীয়বার সদস্য নির্বাচিত হয়েছিলেন সাবেক এই মন্ত্রী।

এএইচ