আজ (বুধবার, ১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটোর আবেদন পড়ে। অটোরিকশা চালক সালামবাবু হত্যায় তার বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলা করেন।
ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। এছাড়া মিরপুরে ব্যবসায়ী মো. সেলিম আলি শেক হত্যা মামলার আবেদন করেন মিরপুরের স্থানীয়বাসিন্দা মোঃ মামুন।
শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদের আদালতে মামলা করেন। দুটো মামলার সংশ্লিষ্ট থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।
মামলা দুটোর পরিচালনাকারী আইনজীবী আশরাফুল আলম শিশির বলেন, ‘ভুক্তভোগী দু’জন ছাত্র-জনতার আন্দোলনের অংশগ্রহণ করেন। দু'পক্ষের সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে তারা ঘটনাস্থলে নিহত হন।’
তাদের মধ্যে গুলিবিদ্ধ সেলিম আলি শেককে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলাদুটো বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করলে দু'টো মামলাকেই উত্তরা পূর্ব থানা ও মিরপুর মডেল থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন আদালত।