অপরাধ ও আদালত
0

নেত্রকোণায় যৌথ বাহিনীর অভিযানে ১৬ লাখ টাকার চিনি জব্দ

নেত্রকোণার কলমাকান্দায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১৩ হাজার ৭০০ কেজি (২৭৪ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। গতকাল (সোমবার) রাতে উপজেলা সদরের এতিমখানা বাজারসংলগ্ন এলাকার রফিক মিয়ার গোডাউন থেকে এসব চিনি জব্দ করা হয়। আজ (মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামাণিক নুহাস।

এ ঘটনায় বিকেলেই রফিক মিয়া নামে একজনকে আসামি করে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় চিনি, মাদক ও বিভিন্ন পণ্য অবৈধভাবে আসছিল। এসব চোরাচালানে সক্রিয় ছিল আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এ কারণে সে সময়ে লোক দেখানো কিছু অভিযান পরিচালনা করা হলেও চোরাকারবারিরা ক্ষমতার বলে ম্যানেজ করেই এসব চোরাচালান করে আসছিল।

সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামাণিক নুহাসের নেতৃত্বে সেনাবাহিনীর টহল টিম ও স্থানীয় পুলিশ এক যৌথ অভিযান চালান।

এ সময় উপজেলা সদরের এতিমখানা বাজারসংলগ্ন এলাকার রফিক মিয়ার গোডাউন থেকে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি বুঝতে পেরে চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করা যায়নি।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি বিশেষ ক্ষমতায়নের মামলা দায়ের হয়েছে। জব্দকৃত চিনি কাস্টমস বিভাগে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত অন্যান্য খবর