অপরাধ ও আদালত
0

নিয়োগের দুইদিন পরই পিপি পদ ছাড়লেন এহসানুল হক সমাজী

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে যোগ দিচ্ছেন না অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। পেশাগত মর্যাদাকে বজায় রাখার স্বার্থে ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি এ পদ ছাড়ছেন বলে জানিয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৯ আগস্ট) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে পাঠানো এক চিঠিতে এ কারণ উল্লেখ করা হয়।

গত মঙ্গলবার (২৭ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সলিসিটর মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এহসানুল হক সমাজীকে পিপি পদে নিয়োগ দেয়া হয়।

গতকাল (বুধবার, ২৮ আগস্ট) এ খবর প্রকাশিত হওয়ার পর দুপুরে বিএনপিপন্থি আইনজীবীরা সাধারণ আইনজীবীর ব্যানারে ঢাকা আইনজীবী সমিতির সামনে নিয়োগ বাতিল চেয়ে বিক্ষোভ সমাবেশ করে।

পরে পিপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা। সেখানে অবিলম্বে এহসানুল হক সমাজীর নিয়োগ বাতিলের আহ্বান জানান বিএনপিপন্থী আইনজীবীরা।

tech