শেরে বাংলা থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিএনজি চালক সাহাবউদ্দিন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে সিএমএম কোর্টে মামলার আবেদন করে নিহতের বাবার আবুল কালাম।
আজ (বৃহস্পতিবার, ১৫ আগস্ট) সকালের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদীদের সাক্ষাৎ গ্রহণ শেষে শেরে বাংলা থানায় মামলার এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছে ফারাহ্ দিবা ছন্দার আদালত।
এসময় নিহত সিএনজি চালক সাহাবউদ্দিনের বৃদ্ধ বাবা তার ছেলে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান।
এদিকে মোহাম্মদপুরে শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন হত্যায় শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে সিএমএম আদালতে। ইমনের বাবা আব্দুল্লা আবু সাইদ ভুঁইয়া সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী বাদীর সাক্ষ্যগ্রহণ করেন। পরে মোহাম্মদপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
এ মামলায়ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সাবেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ক্ষমতাচ্যুত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যদের আসামি করা হয়েছে। এছাড়াও আছে র্যাব ও পুলিশের উর্ধ্বতন বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা।
এছাড়াও এ মামলায় র্যাবের হেলিকপ্টার টহল টিমের অজ্ঞাতনামা সদস্য ও তাদের কমান্ডিং অফিসারদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।