আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ফারজানা সাকিলা সুমু চৌধুরীর আদালত উত্তরা পশ্চিম থানাকে মামলার এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী আইনজীবী মোঃ সোহেল রানাকে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ উত্তরা পশ্চিম থানার ৫ নাম্বার সেক্টর থেকে র্যাব সদস্য পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। ৬ মাস নিখোঁজ থাকার পর মুক্ত হোন তিনি। এর পরিপ্রেক্ষিতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পুলিশের আইজিপি কে এম শহিদুল হক, সাবেক র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী আইনজীবী মোঃ সোহেল রানা। আদালত উত্তরা পশ্চিম থানাকে মামলার এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এর আগে (মঙ্গলবার, ১৩ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন রাজধানীর এক ব্যবসায়ী।
মামলার আবেদন সংক্রান্ত নথিতে দেয়া তথ্যানুযায়ী, ঢাকার আদাবর থানার ১৯, মিরপুর রোডে বসবাস করেন ৪২ বছর বয়সী আমীর হামজা। তার পিতার নাম ফকির রেজাউদ্দিন।
মামলার বিষয়ে তিনি জানান, মোহাম্মদপুরের মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার বিচার চেয়ে তিনি এ মামলা দায়ের করেছেন। বাদী আমীর হামজা কল্যাণপুরের একজন দুগ্ধ খামারি বলে জানা গেছে। তিনি জানান, নিহত আবু সায়েদ তার ঘনিষ্ঠ কেউ না। তবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তিনি স্বেচ্ছায় এ মামলা দায়ের করেছেন।