বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান, কলেজের উপাধ্যক্ষ ডা. মতিউর রহমান, হাসপাতালের উপ পরিচালক ডা. জাকিউল ইসলাম, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল হান্নান মিয়া, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এহসানুর রেজা, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তানজিনা লতিফ যুথি, ডেন্টাল বিভাগের প্রধান অধ্যাপক ডা. পঙ্কজ কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন।
অনেকদিন পর শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজনে উচ্ছ্বসিত ইন্টার্ন চিকিৎসকরা।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান বলেন, 'শিক্ষার গুণগতমান নিশ্চিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রতিজ্ঞাবদ্ধ। ভবিষ্যতেও শিক্ষার গুণগতমান ধরে রাখবে এবং মানসম্মত চিকিৎসক গড়ে তুলবে।'
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস তার বক্তব্যে চিকিৎসকদের কর্তব্য সম্পর্কে সচেতন করেন এবং হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সাকিব হাসান বেলাল বলেন, 'শপথগ্রহণ অনুষ্ঠান প্রত্যেক ইন্টার্ন চিকিৎসকের জন্যই অনেক আরাধনার। সকল ব্যাচমেটের আপ্রাণ চেষ্টায় অনেকদিন পর এমএমসিতে এ অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আমরা সবাই অনেক বেশি উল্লসিত। আশা থাকবে পরবর্তী ব্যাচগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে।'





