এর পরে সেখান থেকে তিনি প্রচারণা চালান নগরীর খাকডহর এলাকায়। তিনি তার দলীয় প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় সাধারণ মানুষের কাছে ভোট চান, জানান দলের ইশতেহার। প্রচারনা মধ্যে জামায়াত প্রার্থী মওলানা কামরুল হাসান এমরুল নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করার, পাশাপাশি ময়মনসিংহের যানজট, চিকিৎসা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ দুর্নীতিমুক্ত ময়মনসিংহ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
আরও পড়ুন :
এবারের নির্বাচনে ময়মনসিংহ সদর ৪ আসনে মোট ভোটার ৬ লাখ ৯৫ হাজর ৩০৬ জন। মোট ভোটকেন্দ্র ১৭৯টি, যার মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৫ জন, মহিলা ভোটার ৩ লাভ ৫০ হাজার ২৯১ জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১০ জন।
ময়মনসিংহ নির্বাচন, ময়মনসিংহ সদর-৪, জামায়াতে ইসলামী, নির্বাচনি প্রচারণা, দাঁড়িপাল্লা





