আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) সকালে নগরীর কদমতলী মোড় থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
গণসংযোগকালে তিনি বলেন, ‘প্রচারণা শুরু করতে পেরে আমরা আনন্দিত, কারণ বাংলাদেশের মানুষ তাদের মালিকানা ফিরে পাওয়ার পথে রয়েছে। তারা সংসদে নিজেদের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশের মানুষ অধীর অপেক্ষায় রয়েছে। এই নির্বাচন জনগণের সেই প্রত্যাশা পূরণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।’
এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে গণসংযোগে অংশ নেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।





