নেত্রকোণায় ইউএনওকে শাসানো ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান
সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান | ছবি: এখন টিভি
0

নেত্রকোণায় মোবাইল কোর্ট চলাকালে ইউএনওকে শাসিয়ে সাময়িক বরখাস্ত হলেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুইয়া। আজ (রোববার, ১৮ জানুয়ারি) সকালে শাসানোর ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিকালেই তাকে শোকজ করে প্রশাসন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মোতাছেম বিল্যাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। জানা গেছে, শনিবার বিকালে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে মার্কেট পরিচালিত হচ্ছিল। এসময় সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

এসময় কলমাকান্দার ইউএনও মাসুদুর রহমানের সঙ্গে লেঙ্গুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুইয়া বাকবিতণ্ডায় জড়ান।

সরকারি জমিতে মার্কেট নির্মাণ করা অবস্থায় চেয়ারম্যানের ভাই মো পারভেজকে আটককালে ইউএনওর সঙ্গে চেয়ারম্যান এ বিতর্কে জড়িয়ে যান। এক পর্যায়ে ইউএনওকে শাসান ওই চেয়ারম্যান। এ ঘটনায় করা একটি ভিডিও রোববার সকাল থেকে সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। শুরু হয় আলোচনা সমালোচনা।

ভাইরাল হওয়া ওই ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, মোবাইল কোর্ট পরিচালনার সময় কৈফিয়ত চান স্থানীয় ওই চেয়ারম্যান। এসময় ইউএনওকে শাসাতে শোনা যায়। তিনি কেন মোবাইল কোর্টে আসলেন তার কৈফিয়ত চান।

এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান জানান, সরকারি জায়গায় অবৈধ বে মার্কেট নির্মাণের কাজ করছিলো চেয়ারম্যানের ভাই মো. পারভেজ। একটি উঠিয়েও ফেলেছে। পরে সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মাহমুদুল হাসান গিয়ে আটক করে এবং অর্থদণ্ড করায় চেয়ারম্যান এসে এ আচরণ করেন।

ঘটনার পর সরকারি কাজে সহযোগিতা না করে উল্টো বাধা সৃষ্টি, আদালত চলাকালীন আদালতের প্রতি বিরুপ মন্তব্য এবং আদালত অবমাননা ও ক্ষমতার অপব্যবহারসহ অসদাচরণ করায় সাময়িক বরকাস্ত করে স্থানীয় সরকারের প্রজ্ঞাপন জারি হয়।

এ ব্যাপারে জানতে ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। আর জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এএইচ