আমির হামজাকে ‘হত্যার হুমকি’

মুফতি আমির হামজা ও তার ফেসবুক পোস্ট
মুফতি আমির হামজা ও তার ফেসবুক পোস্ট | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আজ (রোববার, ১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে হামলার বিষয়ে তিনি জানান।

ফেসবুক পোস্টে আমীর হামজা লিখেন, তিনি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখেন। একই সঙ্গে তিনি তার অনুপস্থিতিতে কুষ্টিয়ায় ইনসাফ কায়েমের যে লড়াই শুরু করেছেন, তা যেন চালিয়ে নেওয়া হয় এ আহ্বান জানান। পোস্টে তিনি আরও অনুরোধ করেন, তার তিনটি শিশু কন্যা সন্তানের দিকে যেন সবাই খেয়াল রাখেন।

আরও পড়ুন:

এ ব্যাপারে জানতে মুঠোফোনে একাধিকবার মুফ‌তি আমীর হামজার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কলটি রিসিভ করেননি। এদিকে মুফ‌তি আমীর হামজার এমন ফেসবুক পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এএইচ