মিছিলে অংশ নেয়া নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মিছিলে অংশ নেয়া নারীরা জানান, একজন মৃত মানুষকে নিয়ে কোনো আলেম এ ধরনের কুরুচিপূর্ণ কথা বলতে পারেন না।
এরআগে গত শুক্রবার কোকোকে নিয়ে আমির হামজার দেয়া একটি ২৪ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। তবে এ ঘটনায় আমির হামজা তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
আরও পড়ুন:
তিনি পোস্টে জানান, নির্বাচন সামনে রেখে এ বক্তব্য ছড়িয়ে দেয়ার মাধ্যমে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
তিনি আরও জানান, এটি তার ভুল ছিল। এ কারণে আগেই তিনি এ ব্যাপারে ক্ষমা প্রার্থনা করেছেন। কোকোকে নিয়ে দেয়া বক্তব্যের জন্য তিনি পুনরায় দুঃখপ্রকাশ করেন তার স্ট্যাটাসে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল (শনিবার, ১৭ জানুয়ারি) কুষ্টিয়া শহরে তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন করা হয়।





