টাঙ্গাইলে ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আটককৃত মো. এনামুল হক ও ইয়াবা ট্যাবলেট
আটককৃত মো. এনামুল হক ও ইয়াবা ট্যাবলেট | ছবি: এখন টিভি
1

টাঙ্গাইল পাঁচ হাজার ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. এনামুল হক (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। র‌্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানী কমান্ডার মেজর কাওসার বাঁধন আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বুধবার (১৪, জানুয়ারি) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া মোড়ে চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় আরকে পরিবহনের যাত্রীবাহী বাস চেকপোস্ট অতিক্রম করার সময় বাসটিকে থামানো হয়। বাসে থাকা নাটোরের সিংড়ার মো. এনামুল হককে আটক করা হয়। পরে তার ব্যাগের মধ্যে পাঁচ হাজার ৯৪০ পিস অবৈধ মাদক ইয়াবা উদ্ধার করা হয়।

তারসঙ্গে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৮২ হাজার টাকা। পরে তাকে মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এএম