পলিনেট হাউজে সবজি চারা উৎপাদনে লাভবান নওগাঁর কৃষকেরা

পলিনেট হাউজে সবজি চারা
পলিনেট হাউজে সবজি চারা | ছবি: এখন টিভি
0

নওগাঁয় পলিনেট হাউজে সবজির চারা উৎপাদন চাষীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অসময়ে কীটনাশকমুক্ত সবজির চাষাবাদে লাভবান হতে এ পলিনেট হাউজে আগ্রহ বাড়ছে কৃষকদের। সারা বছর নিরাপদে চাষাবাদ করতে পেরে হাসি ফুটেছে চাষীদের মুখে।

জলবায়ুর ক্ষতিকর প্রভাবমুক্ত, নিয়ন্ত্রিত পরিবেশে বছরব্যাপী নিরাপদ ফসলের চারা উৎপাদনে কৃষি উন্নয়ন প্রকল্প থেকে নওগাঁর ৫ উপজেলার ৭ জন কৃষককে দেয়া হয় পলিনেট হাউজ।

যেখানে ভারি বৃষ্টিপাত, কীটপতঙ্গ, ভাইরাসজনিত রোগ ইত্যাদির মতো প্রতিকূল পরিস্থিতি থেকে নিরাপদে উৎপাদন হচ্ছে উচ্চমূল্যের ফসলের চারা।

নওগাঁ সদর উপজেলার মকমলপুর গ্রামের কৃষক লিটন হোসেন। গত দেড় বছর থেকে পলিনেট হাউজে ক্যাপসিকাম, টমেটো, ব্রোকলি, শসা ও ফুলকপিসহ বিভিন্ন সবজি ও চারা উৎপাদন করছেন তিনি। চলতি মৌসুমে বিক্রির আশা প্রায় ১৫ লাখ টাকা। পলিনেট হাউজ আবহাওয়া নিয়ন্ত্রিত ও ক্ষতিকর প্রভাবমুক্ত হওয়ায় লিটনের মতো অন্যান্য চাষিরাও এ মাধ্যমে ব্যবহার করতে আগ্রহ দেখাচ্ছেন।

চারার গুণগত মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে পাশের জেলায় সরবরাহ করা হচ্ছে। অল্প সময়ে ফলন পেয়ে লাভবান হচ্ছে কৃষক। পড়াশোনার পাশাপাশি লিটনের খামার কাজ করে বাড়তি আয় করছে শিক্ষার্থীরাও।

আরও পড়ুন:

পলিনেট হাউজ চাষিদের উদ্বুদ্ধ করতে কারিগরি সহায়তাসহ বিভিন্ন ধরনের পরামর্শ ও দিচ্ছে কৃষি বিভাগ। নওগাঁ সদর বর্ষাইল ইউনিয়নের উপ-সহকারি কৃষি অফিসার মো.রতন আলী বলেন, ‘কৃষকসহ অনেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এর মাধ্যমে,আমরা সঠিকভাবে কীটনাশক, রোগ, পোকা-মাকড় সম্পর্কে পরামর্শ দিয়ে থাকি।’

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হোমায়রা মন্ডল বলেন, ‘পলিনেট হাউজে কৃষিতে একটি সম্ভাবনাময় প্রযুক্তি। এর মাধ্যমে অতিরিক্ত গরম, শীত বা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ফল শাক-সবজি চারা গাছ উৎপাদন করা সম্ভব।’

অসময়ে সবজি চাষ ও চারা উৎপাদনের জন্য পলিনেট হাউজ দেশে আধুনিক কৃষি প্রযুক্তির এক নতুন মাত্রা সৃষ্টি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এএম