পলিনেট হাউজে সবজি চারা উৎপাদনে লাভবান নওগাঁর কৃষকেরা
নওগাঁয় পলিনেট হাউজে সবজির চারা উৎপাদন চাষীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অসময়ে কীটনাশকমুক্ত সবজির চাষাবাদে লাভবান হতে এ পলিনেট হাউজে আগ্রহ বাড়ছে কৃষকদের। সারা বছর নিরাপদে চাষাবাদ করতে পেরে হাসি ফুটেছে চাষীদের মুখে।