নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ বন্ধের ঘোষণা

এলপিজি ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
এলপিজি ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে জেলা এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতি। আজ (রোববার, ৪ জানুয়ারি) নাটোরের চকরামপুর এলাকায় একটি হোটেলে নাটোর এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদ রনি বলেন, ‘আজ সরকারের পক্ষে এনার্জি রেগুলেটরি কমিশন ১২কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণ করেছে ১ হাজার ৩০৬ টাকা। কিন্তু এ মূল্যে কোম্পানি থেকে কোনো গ্যাস পাওয়া সম্ভব না। তাই সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি করতে গেলে লোকসান গুণতে হচ্ছে।এ অবস্থায় সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি সম্ভব না।’

তাই সিলিন্ডার গ্যাসের মূল্যে সমন্বয় করে ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণের দাবি ডিলারদের। এছাড়া মূল্য সমন্বয় না হওয়া পর্যন্ত খুচরা পর্যায়ে সকল সিলিন্ডার গ্যাস সরবরাহ অনিদ্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেন তারা।

আরও পড়ুন:

পরিস্থিতি বিবেচনায় খুচরা দোকানে নতুন করে সিলিন্ডার সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। তবে খুচরা দোকানে বর্তমানে যে মজুদ রয়েছে, দোকানিরা তা বিক্রি করতে পারবেন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলন থেকে ব্যবসায়ীরা দ্রুত গ্যাসের মূল্য পুনর্বিবেচনা করে সৃষ্ট সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা এলপিজি সমিতির সদস্য আতিকুর রহমান লাল, তারেক মোহাম্মদ ফয়সালসহ জেলার বিভিন্ন কোম্পানির পাইকারি গ্যাস ব্যবসায়ীরা।

এএইচ