মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন— সোহাগ খান (২৭), রাব্বি মোল্লা (২১) ও পলাশ সরদার (২৫)। অভিযুক্ত তিনজনই ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক।
মামলার বাদী পরেশ চন্দ্র দাস অভিযোগ করে বলেন, ‘তার ছেলে খোকন চন্দ্র দাস দীর্ঘদিন ধরে কনেশ্বর এলাকায় একটি ফার্মেসি ও বিকাশের ব্যবসা করতো। গত বুধবার রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ছিনতাইয়ের উদ্দেশ্যে ছয় লাখ টাকা লুট করে নেয়ার পর ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘হত্যা নিশ্চিত করতে ওরা আমার ছেলের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এখন আমার ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’
চিকিৎসকরা জানিয়েছেন, ‘তার শরীরের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।’
পরেশ চন্দ্র দাস দাবি করেন, হামলার সময় তার ছেলে আসামিদের চিনতে পেরেছিল। সেই অনুযায়ী তাদের নাম উল্লেখ করেই মামলা করা হয়েছে। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক জানান, খোকন চন্দ্র দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে তিনজনকে আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।





