প্রতিবছর বার্ষিক পরীক্ষা শেষে গ্রামে আসতেন মা-মেয়ে, এবার ফিরলো নিথর দুই দেহ

মোহাম্মদপুরে ছুরিকাঘাতে নিহত মা ও মেয়ে
মোহাম্মদপুরে ছুরিকাঘাতে নিহত মা ও মেয়ে | ছবি: সংগৃহীত
1

প্রতিবছর মেয়ের বার্ষিক পরীক্ষা শেষে ছুটি কাটাতে গ্রামের বাড়িতে আসতেন ঢাকার মোহাম্মদপুরে ছুরিকাঘাতে খুন হওয়া মা-মেয়ে। এবারও আসার কথা ছিল কিছু দিনের মধ্যে। কিন্তু আসলেন ঠিকই তবে নিথর দেহ নিয়ে। এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না পরিবার ও স্বজনরা। চান হত্যাকারীর দ্রুত শাস্তি।

এদিকে আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় এনএস সরকারি কলেজ মাঠে জানাজা শেষে নাটোর কেন্দ্রীয় গাড়িখানা গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার মোহাম্মদপুরে ছুরিকাঘাতে খুন হওয়া মা-মেয়ের মরদেহ নেয়া হয় গ্রামের বাড়ি নাটোরে। মঙ্গলবার ভোরে মরদেহবাহী অ্যাম্বুলেন্স শহরের বড়গাছা এলাকায় এসে পৌছায়। বাদ জোহর স্থানীয় এনএস সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় জানাজা। এতে অংশ নেন আত্মীয় স্বজনসহ এলাকাবাসীরা। পরে জানাজা শেষে নাটোরের কেন্দ্রীয় গাড়িখানা গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

নৃশংস এ হত্যাকাণ্ডের বিষয়ে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও স্বজনরা। দ্রুত গৃহপরিচিকাকে আটকের দাবিও জানিয়েছেন তারা।

সোমবার রাতে ঢাকার মোহাম্মাদপুরে নিজবাড়িতে মা লায়লা আফরোজ এবং মেয়ে নাফিসা লাওয়ালবিনতে আজিজ কে ছুরিকাঘাত করে হত্যা করে গৃহপরিচিকা। সিসিটিভি ফুটেজে বোরকা পড়ে বাসার ভিতরে প্রবেশ করলেও হত্যার পর স্কুল ড্রেস পড়ে বেরিয়ে যায় তিনি।

এএইচ