পুলিশ জানায়, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। ডাকাতদলের ব্যবহৃত জিপগাড়িটি উদ্ধার করে বাসাইল থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে বাসাইল থানা পুলিশ।
বাসাইল থানার কনষ্টেবল নুরুল ইসলাম বলেন, ‘সোমবার রাত পৌনে ১টার দিকে ডিউটিরত অবস্থায় আমরা দ্রুতগামী একটি জিপগাড়িকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে গাড়ির চালক আমাকে চাপা দেয়ার চেষ্টা করে।বাসাইল সড়কের তিনরাস্তার মোড় থেকে পাথরঘাটার দিকে চলে যায়। আমরা তাদের পিছু নিলে নলগাইরা বাজার এলাকায় গাড়ি ফেলে পালিয়ে যায়।’
আরও পড়ুন:
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘ডাকাতদলের ফেলে যাওয়া জিপগাড়িটি নলগাইরা বাজার থেকে বাসাইল থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হবে। টাঙ্গাইল সদর থানায় গাড়ি হস্তান্তর করা হবে।’
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন বলেন, ‘রংপুর থেকে ছেড়ে আসা গরু বোঝাই ট্রাক ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় আসলে ডাকাতদল গরু বোঝায় ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করে।পরে দুই গরু ব্যবসায়ীকে তাদের জিপ গাড়িতে তুলে। আশেকপুর বাইপাইসে কর্তব্যরত পুলিশ দেখতে পেলে তাদের ধাওয়া দেয়। পরে দুই গরু ব্যবসায়ীকে রাস্তার পাশে ফেলে রেখে ডাকাতদল বাসাইলের দিকে পালিয়ে যায়।’
এ ঘটনায় গরুর মালিক গাজীর টুংগির নাসির উদ্দিন বাদি হয়ে থানায় মামলা করছে।





