ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল | ছবি: এখন টিভি
0

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২৯ নভেম্বর) বিকেলে নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে সুফিয়াবাদ শাহ্ সুফী সাইয়্যেদ আজমত উল্লাহ (র.) ফাজিল মাদরাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।

বক্তারা জানান, খালেদা জিয়া সারাজীবন মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্রমূলক মামলায় তাকে কারাবরণে বাধ্য করেছিল। কারাগারে তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। তাকে সুচিকিৎসা দেয়া হয়নি। আমরা একেকজন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছি। কিন্তু নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের খালেদা জিয়ার মতো আপসহীন নেত্রী দরকার।

আরও পড়ুন:

দোয়া মাহফিল অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন-বঞ্চিত ৭ প্রার্থীসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোনয়ন-বঞ্চিত প্রার্থী তকদীর হোসেন মো. জসিম, সায়েদুল হক সাঈদ, সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, কাজী নাজমুল হোসেন তাপস, কে. এম. মামুন অর রশীদ ও রাজিব আহসান চৌধুরী পাপ্পু প্রমুখ। পরে আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইএ