কুমিল্লার সাবেক এমপিসহ গুম ২ নেতার সন্ধান চেয়ে বিএনপির স্মারকলিপি

বিএনপির স্মারকলিপি-মানবন্ধন
বিএনপির স্মারকলিপি-মানবন্ধন | ছবি: এখন টিভি
4

কুমিল্লার লাকসামের সাবেক এমপি ও উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম হিরু এবং পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজের গুমের এক যুগ পার হলেও এখনও কোনো সন্ধান মেলেনি। মামলার তারিখ পিছিয়েছে ৮৮ বার। আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) সকালে এ দুই নেতার জীবিত বা মৃত যেকোনো অবস্থায় সন্ধান চেয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে লাকসাম উপজেলা বিএনপি। স্মারকলিপি দেয়ার পর উপজেলা কার্যালয়ের সামনে মানববন্ধন করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, গুম হওয়া নেতাদের মামলার বাদী গোলাম ফারুক এবং গুম পরিবারের সদস্য রাফসানুল ইসলাম ও শাহরিয়ার কবির রাতুল।

আরও পড়ুন:

গুম পরিবারের সদস্যরা জানান, এক যুগ আগে তাদের বাবাদের কোনো মামলা ছাড়াই তৎকালীন র‍্যাব-১১ সদস্যরা লাকসামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যায়। থানায় মামলা করতে না পেরে পরে কুমিল্লা আদালতে মামলা করেন তারা। মামলায় র‍্যাবের তৎকালীন সিইও লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদসহ ১১ জনকে আসামি করা হয়।

পরিবারের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত বিচার পাওয়ার আশা থাকলেও এখনও কোনো অগ্রগতি নেই। তারা জানতে চান, তাদের প্রিয়জনরা বেঁচে আছেন কি না, নাকি মারা গেছেন। দ্রুত এমন অনিশ্চয়তার অবসান চান।

এসএস