ময়মনসিংহে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদ

গান গেয়ে প্রতিবাদ করছেন বিক্ষোভকারীরা
গান গেয়ে প্রতিবাদ করছেন বিক্ষোভকারীরা | ছবি: এখন টিভি
0

বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবীতে ও সারা দেশে মাজার ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা। আজ (সোমবার, ২৪ নভেম্বর) বিকেলে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে বাংলাদেশ সূফীবাদ ঐক্য পরিষদ ময়মনসিংহের ব্যানারে এ বিক্ষোভ করা হয়।

বিক্ষোভে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন উপজেলা থেকে আসা বাউল শিল্প এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গরা অংশ নেয়। মানববন্ধনে দাড়িয়ে ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভে শিল্পীরা দাবি করেন, আবুল সরকারের পালাগানের খণ্ডিত অংশ কেটে ইউটিউবে প্রচার করে বিভ্রান্তি ছড়িয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় বিক্ষোভকারীরা অনতি বিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। ময়মনসিংহ বাউল সমিতির সভাপতি বাউল শিল্পী সুনিল কর্মকার অন্তর্বর্তী সরকারি কাছে দাবি করেন, আবুল সরকারের মুক্তির পাশাপাশি বাউলরা যেন মঞ্চে নির্বিঘ্নে গান গাইতে পারে।

আরও পড়ুন:

এছাড়াও সাম্প্রতিক সময়ে মাজার ভাঙা, গানের আয়োজন বন্ধ করাসহ লোক ধারার সঙ্গে যুক্ত শিল্পীদের বিরুদ্ধে এমন ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে দৃষ্টি দেবার আহ্বান জানান তারা।

উল্লেখ্য গত (বুধবার, ১৯ নভেম্বর) বাংলাদেশে ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।আবুল সরকারের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি ইসলাম ধর্মের অবমাননা করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কটূক্তি করেছেন।

সেই সঙ্গে অবমাননামূলক অট্টহাসি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্যে উসকানি দেয়ার অপরাধ করেছেন। যদিও তার ভক্ত-শিষ্যদের দাবি পালাগানের নির্দিষ্ট একটি অংশ কেটে বিভ্রান্তিমূলক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।

এফএস