৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি বাড়ানোর দাবিতে ময়মনসিংহে রেললাইন অবরোধ

ময়মনসিংহে রেললাইন অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
ময়মনসিংহে রেললাইন অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচিকে অবাস্তব ও বৈষম্যমূলক দাবি করে দ্বিতীয় দিনের মতো রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির আওতায় প্রতিবাদ অবস্থান কর্মসূচির অংশ হিসেবে এ অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

আজ (রোববার, ২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটিকে জব্বারের মোড় এলাকায় আটকে দিয়ে ঘণ্টা খানেক বিক্ষোভ করেন।

এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এরপর সেখান থেকে একটি মিছিল নিয়ে জব্বারের মোড়ে এসে রেললাইনে বসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করতে থাকেন।

আরও পড়ুন:

এসময় আন্দোলনরত বাকৃবিসহ বিভিন্ন কলেজের ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার শিক্ষার্থীরা জানান, দেশে বিভিন্ন সময়ে বিসিএস এর লিখিত পরীক্ষা ৬ থেকে ৯ মাস পর্যন্ত সময় পেলেও ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ক্ষেত্রে খুবই অল্প সময় বেঁধে দেয়া হয়েছে, যা অযৌক্তিক।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, পরীক্ষার রুটিন দেয়ার অন্তত দুই মাস পর লিখিত পরীক্ষা হলে তা যৌক্তিক সময় হবে। তাই দ্রুত সময়ের মধ্যে পিএসসির চেয়ারম্যানকে দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। এদিকে ট্রেন আটকে থাকায় দুর্ভোগে পড়েন জামালপুরগামী সাধারণ যাত্রীরা।

এসএইচ