সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় যুদ্ধজাহাজ প্রদর্শনী

খুলনায় যুদ্ধজাহাজ প্রদর্শনী
খুলনায় যুদ্ধজাহাজ প্রদর্শনী | ছবি: এখন টিভি
0

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় যুদ্ধজাহাজ প্রদর্শনী হয়েছে। আজ (শুক্রবার, ২১ নভেম্বর) নগরীর ৪ নম্বর বিআইডব্লিউটিএ ঘাটে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যুদ্ধজাহাজ বানৌজা বিশখালী উন্মুক্ত রাখা হয়।

এ জাহাজটি ২০২৪ এর ৩০ নভেম্বর কমিশনিং করা হয়। এর দৈর্ঘ্য ৫১ দশমিক ৬৫ মিটার ও প্রস্থ ৭ দশমিক ৫ মিটার। এতে ৩টি যুদ্ধের কামান রয়েছে। সমুদ্রে এর সর্বোচ্চ গতি ২১ নটিক্যাল মাইল। উন্মুক্ত হওয়ার পর থেকে যুদ্ধ জাহাজটি পরিদর্শনের জন্য শত শত দর্শনার্থী আসেন।

যুদ্ধ জাহাজ কীভাবে পরিচালিত হয়, সেখানে কী কী অস্ত্র থাকে সেসব বিষয়ে সাধারণ মানুষকে ধারণা দেওয়া হয়। পাশাপাশি জাহাজের ডুবুরি দল কিভাবে কাজ করে সে বিষয়েও ধারণ দেওয়া হয়।

প্রথম বারের মত যুদ্ধ জাহাজে উঠে খুশি সবাই। দর্শনার্থীরা বলেন, ‘প্রতিবছর এ দিনটা আসলেই দেশের নিরাপত্তার কাজে ব্যবহৃত যুদ্ধজাহাজ দেখা যায়। জানা যায় অজানা অনেক কিছু।’

এদিকে নৌবাহিনী সমুদ্র পথে এসব জাহাজের মাধ্যমে সর্বদা নিরাপত্তা নিশ্চিত করে আসছে বলে জানান বানৌজা বিশখালীর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আফজালুল আলম ফরিদ।

এএইচ