আলাপকালে বারবার অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। এসময় তিনি জানান, ছেলের মৃত্যুর খবর পান প্রবাসে থাকা অবস্থায়। এ মৃত্যু তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ছেলের ছবি হাতে নিয়ে বারবার বাকরুদ্ধ হয়ে পড়েন।
শফিউল আলম বলেন, ‘রায় জামায়াতের বেলায় শুধু কার্যকর হয়েছিল। অন্য কারও বেলায় কার্যকর হয়নি।’
মৃত্যুর আগে তিনি ছেলে হত্যাকারীদের ফাঁসি দেখে যেতে যান বলে জানান।
আরও পড়ুন:
২০২৪ সালের ১৬ জুলাই বিকেলে ষোলশহরে আন্দোলনের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকলেও এর আগেই সেখানে অবস্থান নেয় ক্ষমতাসীন দলের ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় ওয়াসিমসহ আরও দুজন নিহত হন।
ওয়াসিম ছিলেন চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।





