খুলনায় একই পরিবারের ৩ সদস্যের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

খুলনা নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ টুটপাড়া এলাকায় একটি বাড়ির বসতঘরের পাশের মুরগীর খামার থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ (রোববার, ১৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে নানী মহিদুন্নেসা এবং তার ২ নাতী আট বছর বয়সী মুস্তাকিম ও ছয় বছর বয়সী ফাতিহার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তাদের মরদেহ উদ্ধারের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শিশু দুটির বাবা-মা চাকরি করেন। সকালে তারা শিশু দুটিকে নানীর কাছে রেখে কাজের উদ্দেশে বের হয়ে যান।

সন্ধ্যায় তারা দুজন বাড়িতে ফিরে এসে দরজায় নক করলে তাদের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে নানী ও দুই শিশুর মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। তবে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

এএইচ