ফেনীতে মিছিলের চেষ্টাকালে ছাত্রলীগের ৬ কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রলীগের ৬ কর্মী
গ্রেপ্তার ছাত্রলীগের ৬ কর্মী | ছবি: এখন টিভি
2

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে ৬ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) সকালে ফেনীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো দাগান ভূঞার মোমারিজপুর এলাকার মজিবুর রহমান (২০), একই উপজেলার শান্ত (১৯), রিয়াতি (২১), ইমন (১৯), নোয়াখালীর কোম্পানিগঞ্জ এলাকার জিহাদ (২১), একই উপজেলার আরিফ (২৫)।

আরও পড়ুন:

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামছুজ্জামান আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিছিলের চেষ্টাকালে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য নেয়ার চেষ্টা করা হচ্ছে।


ইএ