গণপিটুনির শিকার শরীফ গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার লেয়াকত আলীর ছেলে এবং সোহেল একই এলাকার মতালেবের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে কালিরহাট বাজার এলাকায় একটি ইজিবাইক থামিয়ে ডাকাতির চেষ্টা করছিলেন তারা। এসময় এলাকাবাসী তাদের ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন:
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘শনিবার রাতে ইজিবাইক থামিয়ে ডাকাতির সময় দুই ব্যক্তিকে জনতা ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।’





